• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ফের রেকর্ড, দেশের মাটিতে ২০০ উইকেট জাদেজার

রাজকোট, ১৭ ফেব্রুয়ারি: রাজকোটে ফের রেকর্ড ভারতীয়দের। ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল অশ্বিনের পর আজ ফের রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি টেস্টে ভারতের মাটিতে ২০০ উইকেটের নজির গড়লেন। পাশাপাশি, আজ স্টোকসের উইকেটটির সুবাদে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০টি উইকেট ঝুলিতে ভরলেন জাদেজা। এর আগে দেশের মাটিতে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং ও কপিল দেব রেকর্ড গড়েছিলেন। ভারতের

রাজকোট, ১৭ ফেব্রুয়ারি: রাজকোটে ফের রেকর্ড ভারতীয়দের। ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল অশ্বিনের পর আজ ফের রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি টেস্টে ভারতের মাটিতে ২০০ উইকেটের নজির গড়লেন।

পাশাপাশি, আজ স্টোকসের উইকেটটির সুবাদে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০টি উইকেট ঝুলিতে ভরলেন জাদেজা। এর আগে দেশের মাটিতে অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং ও কপিল দেব রেকর্ড গড়েছিলেন। ভারতের মাটিতে অনিল কুম্বলে ৩৫০, রবিচন্দ্রন অশ্বিন ৩৪৭, হরভজন সিং ২৬৫ ও কপিল দেব ২১৯ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

Advertisement

গতকাল অশ্বিন ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। ম্যাচের প্রথম ইনিংসেই জ্যাক ক্রলির উইকেটটি তুলে নিয়ে এই রেকর্ড গড়েন অশ্বিন। আজ জাদেজা বেন স্টোকসের উইকেট তুলে নিয়ে ২০০ উইকেটের নজির গড়ে ফেললেন।

Advertisement

Advertisement