সন্ত্রাসবাদী হামলায় ফের রক্ত ঝরলাে পাকিস্তানে। লাহাের বিমানবন্দরে হামলা চালালাে বেশ কয়েকজন বন্দুকবাজ। এই হামলায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন একজন।
হামলার পরেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Advertisement
পুলিশ সুত্রে জানা গিয়েছে, লাহােরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ায়। ঐ ট্যাক্সি থেকে বেশ কয়েকজন নামে। সকলেরই মুখে কালাে কাপড় বাঁধা ছিল। গাড়ি থেকে নেমেই বিমানবন্দর লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। লাগাতার গুলিতে আতঙ্কের সৃষ্টি হয় বিমানবন্দরে।
Advertisement
বন্দুকবাজদের এই হামলায় ঘটনাস্থলেই উপস্থিত যাত্রীদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় লুটিয়ে পড়েন তিনজনেই।
পরবর্তী সময় মৃত্যু হয় দু’জনের। একজন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তাবে তারা কী কারণে এই হামলা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করে দেখেছে যে এরা কোনাে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা। আর যদি হয়ে থাকে, তাহলে সেটি কোন জঙ্গি সংগঠনের।
এমনিতেই পাকিস্তান জইশ-ই- মহম্মদকে আড়াল করে রেখেছে। তবে কি তারাই পিঠে ছুরি মারলাে? উঠছে প্রশ্ন।
Advertisement



