দিল্লি, 16 জানুয়ারি – চিনকে ঢাল হিসেবে ব্যবহার করছে লোহিতসাগরে চলাচলকারী পণ্যবাহী বাণিজ্যতরীগুলি । গত মাস দুয়েক ধরে উত্তপ্ত লোহিত সাগর। সেই সাগরে পণ্যবাহী জাহাজগুলিতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হাউথি জঙ্গিগোষ্ঠী। ইরানের মদতপুষ্ট এই জঙ্গিদের হামলা থেকে বাঁচতে কয়েকটি বাণিজ্যতরী নিজেদের চিনা জাহাজ বলে পরিচয় দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, লোহিত সাগরে চলাচলকারী অন্তত নয়টি জাহাজ নিজেদের এআইএস সিস্টেম বদলে দিয়েছে। জাহাজগুলো নিজেদের চিনা বাণিজ্যতরী হিসাবে দেখাচ্ছে। বলা হচ্ছে, নাবিকেরাও সবাই চিনের ।
প্রসঙ্গত, আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচল করতে গেলে প্রতিটি জাহাজে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস ব্যবহার করা বাধ্যতামূলক। এই সিস্টেমের মাধ্যমে প্রতিটি জাহাজের পরিচয় জানতে পারে পার্শ্ববর্তী অন্যান্য জাহাজগুলো। এই বিষয়টি প্রথম নজরে আসে সংবাদ সংস্থা ব্লুমবার্গের। প্রথমে ৫টি জাহাজকে শনাক্ত করে যারা নিজেদের চিনা পরিচয় দিচ্ছিল। তার পর মার্কিন সংস্থা বিজনেস ইনসাইডার আরও চারটি জাহাজ শনাক্ত করে।
Advertisement
বিশেষজ্ঞদের মতে, হামাস বনাম ইজরায়েল সংঘাতে প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠী হামাসের পক্ষে হাউথিরা। বিপরীতে চিন প্যালেস্তিনীয়দের পাশে দাঁড়িয়েছে। গাজায় অভিযান নিয়ে ইজরায়েলের নিন্দায় সোচ্চার হয়েছে বেজিং। পাশাপাশি হাউথিদের উপর ব্রিটেন ও আমেরিকার যৌথ বাহিনীর হামলার বিরোধিতাও করেছে। তাই মনে করা হচ্ছে, নিজেদের যদি চিনা জাহাজ হিসাবে দেখানো হয় তাহলে হয়তো হাউথিরা তাদের নিশানা করবে না। কারণ বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোতেই মিসাইল ছুড়ছে জঙ্গিরা।হামলার হাত থেকে রক্ষা পেতেই এই পন্থা নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement



