কলকাতা, ১৩ জানুয়ারি: গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হচ্ছে আরও এক পুণ্যার্থীকে। সগুনা দেবী নামে ওই পুণ্যার্থী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ওই মহিলার বয়স ৬০ বছর। বাড়ি রাজস্থানে। তাঁকে গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে এসএসকেএম হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই উড়িয়ে আনা হচ্ছে তাঁকে।
এর আগে গতকাল শুক্রবার গঙ্গাসাগরে অসুস্থ দুই পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। বিহারের সিতামারীর বাসিন্দা সুমিত্রা দেবী(৫৫) ও দক্ষিণ ২৪ পরগনা ধোলার বাসিন্দা স্বপ্না মুখার্জী। দুজনেই এদিন গঙ্গাসাগরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে আনা হয় চিকিৎসার জন্য। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সেখান থেকে ওই দুই পুণ্যার্থীকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে
Advertisement
Advertisement
Advertisement



