• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

কুখ্যাত মাফিয়া বিনোদ উপাধ্যায় এসটিএফ-এর গুলিতে খতম

সুলতানপুর, ৫ জানুয়ারি: উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিনোদ উপাধ্যায় এসটিএফের গুলিতে খতম। এই দাগি অপরাধীর মাথার দাম ধার্য হয়েছিল ১ লক্ষ টাকা। পুলিশ মোস্ট ওয়ান্টেড এই দুষ্কৃতীর বিরুদ্ধে এই ঘোষণা করে। অবশেষে গতকাল রাতে সুলতানপুরের কোতোয়ালির দেহাট এলাকা থেকে জখম অবস্থায় আটক করে এসটিএফ। এরপর সুলতানপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা

সুলতানপুর, ৫ জানুয়ারি: উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিনোদ উপাধ্যায় এসটিএফের গুলিতে খতম। এই দাগি অপরাধীর মাথার দাম ধার্য হয়েছিল ১ লক্ষ টাকা। পুলিশ মোস্ট ওয়ান্টেড এই দুষ্কৃতীর বিরুদ্ধে এই ঘোষণা করে। অবশেষে গতকাল রাতে সুলতানপুরের কোতোয়ালির দেহাট এলাকা থেকে জখম অবস্থায় আটক করে এসটিএফ। এরপর সুলতানপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এসটিএফ-এর এডিজি অমিতাভ যশ বলেন, সম্প্রতি গোরক্ষপুর পুলিশ এই দুষ্কৃতীর মাথার দাম ১ লক্ষ টাকা ঘোষণা করে। সে জমি দখল, খুন, খুনের চেষ্টা সহ একাধিক অপরাধে অভিযুক্ত ছিল। তার কাছ থেকে গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বিনোদের বাড়ি অযোধ্যার মহারাজগঞ্জে। অপরাধ জগতে সে একজন কুখ্যাত ডন হিসেবে পরিচিত ছিল। উত্তরপ্রদেশের ৬১ জন মাফিয়াদের তালিকাতেও তার নাম ছিল। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৩৫টি মামলা নথিবদ্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

Advertisement