• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রতি বছর আইস ক্রিকেট

দিল্লি- সেন্ট মারিজে প্রতি বছর আইস ক্রিকেট অনুষ্ঠিত করার আশ্বাস দিলেন কর্তারা। আইস ক্রিকেট প্রতিযোগিতার কর্তা অখিলেশ এবং বিজয় সিং জানান, ‘এই প্রতিযোগিতাটি আমরা প্রতি বছর অনুষ্ঠিত করতে চাই। প্রথমবার এই প্রতিযোগিতা শুরু করার পর আমরা দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখতে পেয়েছি’।Advertisement ‘বিশ্বের সেরা ক্রিকেটাররা এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং বোর্ডের সঙ্গে এই

প্রতি বছর আইস ক্রিকেট

দিল্লি- সেন্ট মারিজে প্রতি বছর আইস ক্রিকেট অনুষ্ঠিত করার আশ্বাস দিলেন কর্তারা।

আইস ক্রিকেট প্রতিযোগিতার কর্তা অখিলেশ এবং বিজয় সিং জানান, ‘এই প্রতিযোগিতাটি আমরা প্রতি বছর অনুষ্ঠিত করতে চাই। প্রথমবার এই প্রতিযোগিতা শুরু করার পর আমরা দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখতে পেয়েছি’।

Advertisement

‘বিশ্বের সেরা ক্রিকেটাররা এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এবং বোর্ডের সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। তাই আমরা প্রতি বছর এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠীত করার চেষ্টা করব। এবং প্রতিযোগিতাটিকে তিন ম্যাচের সিরিজে করব। আর বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নেবে এই প্রতিযোগিতায় তা এখন থেকে বলে দিতে পারি’।

Advertisement

Advertisement