মুম্বাই , ১৬ ডিসেম্বর – শিল্পপতি রতন টাটার নিরাপত্তা কঠোর করেছে মুম্বাই পুলিশ। প্রবীণ শিল্পপতি রতন টাটার কাছে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসে। টাটা সন্স’-এর প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মতোই পরিণতি হবে সংস্থার আর এক প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার— এই মর্মে হুমকি ফোনটি আসে। একথা জানতেই সতর্ক হয়ে যায় মুম্বাই পুলিশ। প্রবীণ শিল্পপতির নিরাপত্তা আঁটো সাঁটো করা হয়। কে বা কারা এই হুমকি-ফোনের সঙ্গে যুক্ত তার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে কেবল অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে নানা তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা।
Advertisement
২০২২ সালের ৪ সেপ্টেম্বর এক গাড়ি দুর্ঘটনায় মারা যান সাইরাস মিস্ত্রি। সেই দুর্ঘটনার নেপথ্যে কোনও চক্রান্ত বা নাশকতার প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। কিন্তু হুমকি-ফোনের পরেই সতর্ক মুম্বই পুলিশ তদন্তের জন্য বিশেষ টিম তৈরি করে। তদন্তে একাধিক প্রযুক্তিগত সাহায্য নেওয়া হয়।
Advertisement
Advertisement



