• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাজার হাজার ফেসবুকে অ্যাকাউন্ট বন্ধ করে দিল মেটা!

কলকাতা:- সম্প্রতি হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিল মেটা। সূত্রের খবর, সংস্থাটি জানিয়েছে, এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট গুলি থেকে রাজনৈতিক মেরুকরণের প্রবল চেষ্টা চলছিল। তারচেয়েও বড় আশ্চর্যের বিষয় হল, এই সমস্ত অ্যাকাউন্ট অপারেট করা হচ্ছিল সূদূর চিন থেকে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একটি প্রতিবেদনে মেটা জানিয়েছে, আর এক বছর পরেই আমেরিকায় ভোট। আর

প্রতীকী চিত্র

কলকাতা:- সম্প্রতি হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিল মেটা। সূত্রের খবর, সংস্থাটি জানিয়েছে, এই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট গুলি থেকে রাজনৈতিক মেরুকরণের প্রবল চেষ্টা চলছিল। তারচেয়েও বড় আশ্চর্যের বিষয় হল, এই সমস্ত অ্যাকাউন্ট অপারেট করা হচ্ছিল সূদূর চিন থেকে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, একটি প্রতিবেদনে মেটা জানিয়েছে, আর এক বছর পরেই আমেরিকায় ভোট। আর তার আগে এইসব ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক বিভাজন তৈরি করা হচ্ছিল। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল মানুষের মনে। আর এই পুরোটাই নাকি হচ্ছিল চিন থেকে। সূত্রের খবর, জানা গিয়েছে, মেটা প্রায় ৪,৮০০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে। বন্ধ করা অ্যাকাউন্টগুলি চীন সরকারেরও অপপ্রচার চালাচ্ছিল বলে জানিয়েছে মেটা। শোনা যাচ্ছে, মেটা ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের জন্যও এমন সিদ্ধান্ত নিতে পারে। এইসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুয়ো রাজনৈতিক ছবি, ভুয়ো লোকেশন এবং বিভ্রান্তিমূলক রাজনৈতিক পোস্ট করা হচ্ছিল। এইসব পোস্ট ফেসবুকের পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এও শেয়ার করা হয়েছে। তবে এই ভুয়া ফেসবুক নেটওয়ার্কটির জন্য চীনা সরকার বা দেশটির অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করেনি মেটা।

Advertisement

Advertisement