• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্যারিসে ‘শতকের সেরা বিয়ে’, খরচ হল ৪৯১ কোটি টাকা  

প্যারিস, ২৭ নভেম্বর – প্যারিসে রাজকীয় বিয়ের আসর। বলা হচ্ছে এটাই নাকি ‘শতকের সেরা বিয়ে’ .  জ্যাকব লাগ্রোনকে বিয়ে করলেন ২৬ বছর বয়সি তরুণী ম্যাডেলেইন ব্রকওয়ে। সেলেব্রিটি না হয়েও এই জুটির বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার অন্যতন আলোচ্য বিষয়। ভার্সেই রাজপ্রাসাদে বসে ঐতিহাসিক বিয়ের আসর। অতিথিদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রাইভেট জেটে। তাঁদের মনোরঞ্জনের জন্য পারফর্ম করেন

প্যারিস, ২৭ নভেম্বর – প্যারিসে রাজকীয় বিয়ের আসর। বলা হচ্ছে এটাই নাকি ‘শতকের সেরা বিয়ে’ .  জ্যাকব লাগ্রোনকে বিয়ে করলেন ২৬ বছর বয়সি তরুণী ম্যাডেলেইন ব্রকওয়ে। সেলেব্রিটি না হয়েও এই জুটির বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার অন্যতন আলোচ্য বিষয়।

ভার্সেই রাজপ্রাসাদে বসে ঐতিহাসিক বিয়ের আসর। অতিথিদের উড়িয়ে নিয়ে যাওয়া হয় প্রাইভেট জেটে। তাঁদের মনোরঞ্জনের জন্য পারফর্ম করেন জনপ্রিয় ব্যান্ড ‘মেরুন ফাইভ।’ কনের পরিবার সফল গাড়ি ব্যবসায়ী। রূপকথার পরিবেশ তৈরি করতে বিশ্বের মহার্ঘ্যতম ফুলে সাজানো হয় ভার্সাই প্রাসাদ। কনের পরনে ছিল মহার্ঘ্য গাউন।

Advertisement

 এই বিয়ের পাত্রপাত্রীর পরিচয় জানতে উৎসুক ছিলেন নেটিজেনরা। প্রসঙ্গত ম্যাডেলেইন ব্রকওয়ে টেক্সাসের একজন উদ্যোগপতি। তাঁর বাবা রবার্ট বব ব্রকওয়ে পেশায় বিল উজারি মোটর্স-এর চেয়ারম্যান এবং সিইও। মার্সিডিজ বেঞ্জ-এর ডিলারশিপ-ও তাঁদের বাণিজ্যের অংশ। ধনকুবের এই শিল্পপতির পরিবারের কন্যার বিয়েতে খরচ হয়েছে ৫৯ মিলিয়ন ডলার যার পরিমাণ ভারতীয় মুদ্রায় ৪৯১ কোটি টাকা।

Advertisement

Advertisement