• facebook
  • twitter
Friday, 2 January, 2026

শতরানেও আক্ষেপ সরফরাজ খানের

সরফরাজ আরও বলেন, একদিনের ক্রিকেটই তাঁর প্রিয় ফরম্যাট। তাঁর মতে, তিনি প্রচুর এক দিনের ম্যাচ খেলেছেন। ফলে জানেন, কীভাবে ইনিংসের গতি বাড়াতে হয়।

বুধবার বিজয় হাজারে ট্রফিতে শতরান করেছেন মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান। ৭৫ বলে ১৫৭ রানের দুরন্ত ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তারপরেও বেশ হতাশ তিনি। কারণ, তাঁর একটি স্বপ্নপূরণ হয়নি। আসলে, সরফরাজের সতীর্থ তথা ভাই মুশির খান শতরান করতে পারেননি। বিষয়টি নিয়ে ম্যাচের শেষে নিজের হতাশা গোপন করেননি সরফরাজ। জানান, তাঁরা দুজনেই একই ম্যাচে শতরান করতে চান। এই স্বপ্নটা দীর্ঘদিন ধরে তাঁরা পূরণ করতে চাইলেও কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে বলা যায়, বুধবারও ব্যাট হাতে শুরুটা খুব একটা খারাপ করেনি মুশির খান। তবে, ৬৬ বলে ৬০ রানের মাথায় দীপরাজ গোয়েঙ্কার বলে আউট হয়ে যান তিনি। যা নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ মুম্বইয়ের অন্যতম ব্যাটসম্যান সরফরাজ।

একইসঙ্গে জয়পুরের মাঠের পিচ সমন্ধে বলতে গিয়ে তিনি বলেন, ব্যাট করতে নামার সময় পিচ মোটেই সহজ ছিল না। সেইজন্যই শুরুর দিকে বেশ কয়েক ওভার থিতু হওয়ার জন্য তিনি সময় নিয়েছিলেন বলেও জানাতে ভুললেন না। তবে, পিচ ব্যাটিং সহায়ক হয়ে যাওয়ার পরে দলের জন্য যতবেশি সম্ভব রান করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। এদিকে, জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আপাতত বিশেষ ভাবতে রাজি নন সরফরাজ খান। জানালেন বিষয়টা তাঁর হাতে নেই। তাই, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলাই বর্তমানে তাঁর একমাত্র লক্ষ্য।

Advertisement

সরফরাজ আরও বলেন, একদিনের ক্রিকেটই তাঁর প্রিয় ফরম্যাট। তাঁর মতে, তিনি প্রচুর এক দিনের ম্যাচ খেলেছেন। ফলে জানেন, কীভাবে ইনিংসের গতি বাড়াতে হয়। মুম্বইয়ের এই ব্যাটসম্যানের কথায় তিনি ভাল সুইপ এবং কাট মারতে পারেন। অন্যদিকে, এই ফরম্যাটে পাঁচ জনের বেশি ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যায় না। তাই আরও বেশি আক্রমণাত্মক শট খেলার স্বাধীনতা থাকে বলেই মনে করছেন সরফরাজ খান। তবে, ২৮ বছর বয়সি সরফরাজকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে দাবি তুলেছেন প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

Advertisement