• facebook
  • twitter
Friday, 1 November, 2024

আবারও ফিরছেন ফের ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান!

ভারত:- সারা বিশ্বের openAI বিপ্লবের প্রধান স্যাম অল্টম্যানকেই কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই ঘোষণার পর সংস্থার নিজেদের ভেতরে তো উত্তাল ডামাডোল শুরু হয়ে গিয়েছিলই, তার সাথে সাথে সারা বিশ্ব জুড়ে প্রযুক্তিবিদদের মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছিল। স্যাম চলে যাওয়ায় একই দিনে OpenAI ছেড়ে দিয়েছিলেন প্রচুর পুরনো কর্মীরাও। সূত্রের খবর, ১৮ তারিখের সেই কাণ্ডের পর ২২

ভারত:- সারা বিশ্বের openAI বিপ্লবের প্রধান স্যাম অল্টম্যানকেই কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই ঘোষণার পর সংস্থার নিজেদের ভেতরে তো উত্তাল ডামাডোল শুরু হয়ে গিয়েছিলই, তার সাথে সাথে সারা বিশ্ব জুড়ে প্রযুক্তিবিদদের মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়েছিল। স্যাম চলে যাওয়ায় একই দিনে OpenAI ছেড়ে দিয়েছিলেন প্রচুর পুরনো কর্মীরাও। সূত্রের খবর, ১৮ তারিখের সেই কাণ্ডের পর ২২ তারিখে আরেকটি চাঞ্চল্যকর ঘোষণা। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষজ্ঞ তথা OpenAI-এর সহ প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে সংস্থায় রাখা আর লাভজনক হচ্ছে না বলেই বিবেচনা করেছিল OpenAI-এর বিশেষ বোর্ড অফ কমিটি। সূত্রের খবর, জানা গিয়েছে, কিন্তু, স্যামকে বরখাস্ত করার পরেই মাইক্রোসফটের কর্ণধার সত্য নাদেলা ঘোষণা করেছিলেন যে, স্যামকে মাইক্রোসফট-এ নিযুক্ত করে নেওয়া হবে। ২০ নভেম্বরেই সেই ঘোষণা করে দিয়েছিলেন সত্য নাদেলা। স্যাম-ও সেই ঘোষণায় সাড়া দিয়ে মাইক্রোসফট-এ যোগ দেওয়ায় সম্মতি জানিয়েছিলেন। জানা গিয়েছে, বুধবার স্যাম অল্টম্যান নিজেই টুইট করে জানিয়ে দিলেন যে, তিনি OpenAI-কে ভালোবাসেন। OpenAI সংস্থার পক্ষ থেকেও জানানো হল যে, এই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আবার ফিরে আসছেন স্যাম অল্টম্যান। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ ওপেনএআই বলেছে যে, এটি অল্টম্যানের প্রত্যাবর্তনের জন্য একটি ‘নীতিগত চুক্তিতে’ পৌঁছেছে। প্রাক্তন সেলসফোর্স প্রধান নির্বাহী ব্রেট টেলর, প্রাক্তন ইউএস সেক্রেটারি অফ ট্রেজারি ল্যারি সামারস এবং কোরার প্রতিষ্ঠাতা অ্যাডাম ডি’অ্যাঞ্জেলো এআই স্টার্টআপের নতুন বোর্ডের অংশ হবেন।