মাইক্রোসফটের পথে ওপেনএআইয়ের চাকরি খোয়ানো সিইও স্যাম

Written by Sunita Das November 20, 2023 7:35 pm

চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চাকরি খোয়ানো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এখন মাইক্রোসফটে যোগ দিচ্ছেন৷ তাঁর সঙ্গে অতিকায় প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে কাজ করবেন ওপেনএআইয়ের সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও৷
অন্যদিকে নতুন সিইও হিসেবে এমেট শেয়েরকে নিয়োগ করেছে ওপেনএআই৷ তিনি মার্কিন টিভি সম্প্রচারমাধ্যম টুইসের সাবেক প্রধান৷ ওপেনএআইয়ে পক্ষ থেকে প্রতিষ্ঠানিটর নতুন সিইওর নাম ঘোষণার পরপরই স্যাম ও গ্রেগের মাইক্রোসফটে যোগ দেওয়ার খবর জানা গেল৷
বিবৃতিতে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, ‘স্যাম অল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যান মাইক্রোসফটে যোগ দিতে যাচ্ছেন—এ কথা জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত৷ তাঁরা মাইক্রোসফটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সংক্রান্ত একটি আধুনিক গবেষণা দলের নেতৃত্ব দেবেন৷’
সত্য নাদেলা আরও বলেন, সাফল্য পাওয়ার জন্য তাঁদের (স্যাম ও গ্রেগ) যা প্রয়োজন, মাইক্রোসফটের পক্ষে দ্রুত তা সরবারহ করা হবে৷
মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ গত শুক্রবার স্যাম অল্টম্যানকে চাকরিচু্যত করার কথা জানায়৷ কারণ হিসেবে প্রতিষ্ঠান পরিচালনায় স্যামের সক্ষমতা নিয়ে পর্ষদের আস্থার ঘাটতির কথা জানানো হয়৷
৩৮ বছর সয়সী স্যাম ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন৷ পরিচালনা পর্ষদ তাঁকে বরখাস্ত করায় ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ ব্রোকম্যান৷ তিনিও প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন৷ স্যামকে চাকরিচু্যত করার জেরে ব্রোকম্যানসহ গুরুত্বপূর্ণ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ওপেনএআই ছাড়েন৷