দিল্লির বাতাসের গুণগত মান গত দুই সপ্তাহ ধরে অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায়। মাঝে একদিন সামান্য বৃষ্টি হওয়ায় দূষণ খানিকটা কমে। দীপাবলির দিন সকালে দিল্লির বাতাসের মান যথেষ্ট ভাল ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা যায়, রবিবার দিল্লিতে বাতাসের গুণমান ছিল ২১৮। কিন্তু সন্ধ্যা নামতেই দূষণের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা, প্রশাসনের সতর্কবার্তা সব কিছুকে অগ্রাহ্য করে দীপাবলি উৎসবে মেতে ওঠেন দিল্লিবাসী।
পরিসংখ্যান অনুযায়ী , রবিবার রাতে দিল্লির বাতাসের গুণমান কোথাও কোথাও ৯০০-র গণ্ডি ছাড়িয়ে যায় । মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গুণমান ছিল ৯৯৯। পরে তা কিছুটা কমে। আনন্দ বিহার এলাকায় গুণমান ছিল ৮৪৯।
Advertisement
বাতাসে একিউআই ৪০০ হওয়ার অর্থ বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ। সেই সীমারেখাও পার হয়ে যায় দিল্লির একাধিক জায়গায়। লোধি রোড, আরকে পুরম, পাঞ্জাবি বাগে ব্যাপক হারে বাজি পুড়েছে। প্রসঙ্গত দিল্লি দূষণের মাত্রা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে প্রাতঃভ্রমণ সহ একগুচ্ছ বিষয়ে সতর্কতা জারি করেছে দিল্লি সরকার। শনিবার দিল্লির স্বাস্থ্য বিভাগ জনসাধরণের জন্য একটি সতর্কবার্তা জারি করে। যেখানে বলে হয় পরিস্থিতি বিচারে বর্তমান সময়ে প্রাতঃভ্রমণ ও ব্যায়াম এড়িয়ে চলতে হবে। গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক এবং শিশু, যারা কোনও না কোনওভাবে চিকিৎসাধীন, তাদের দূষণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। অতিদূষিত এলাকাগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
কিন্তু এরপরও দীপাবলিতে দিল্লির হাল দেখে উদ্বিগ্ন পুলিশ, প্রশাসন থেকে পরিবেশবিদ সকলেই । পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি, এমন অভিযোগও উঠেছে ।
Advertisement



