দিল্লি, ৩ নভেম্বর – দেশে বেকারত্বের হার পেরিয়ে গেল ১০ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ জন যুবক-যুবতীর মধ্যে অন্তত একজন কর্মহীন, রোজগারহীন। অক্টোবর মাসের এই পরিসংখ্যান প্রকাশ করেছে ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’। পাঁচ রাজ্যের ভোটের ঠিক আগে এই পরিসংখ্যান চিন্তা বাড়াবে বিজেপির।
কোনও কোনও আর্থিক বিশেষজ্ঞ একশো দিনের কাজের প্রকল্পে ঢিলেমিকেও গ্রামে কাজের অভাবের কারণ হিসাবে তুলে ধরেছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্র। অন্যদিকে, গোটা দেশে এই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিয়েছে মোদি সরকার। ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে।
Advertisement
সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে ঘটা করে রোজগার মেলা করছে কেন্দ্র। অথচ এর মধ্যে বেকারত্বের এই পরিসংখ্যান নিঃসন্দেহে চিন্তা বাড়াবে বিজেপির। মোদি সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পর থেকেই দাবি করতে শুরু করেছে দেশে কর্মসংস্থানে তারা নজির তৈরি করেছে। যদিও বছরে দু কোটি মানুষের কর্মসংস্থানের সরকারি প্রতিশ্রুতির কোনও প্রতিফলন রিপোর্টে দেখা যায়নি। উল্টে সরকারের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলায় বিপাকে পড়েছেন সরকারি আধিকারিকেরা।
Advertisement
Advertisement



