• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

খসে পড়া নক্ষত্র স্বর্ণলতা 

মুম্বই: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু তারকা আছেন যারা অকালে খসে পড়েছেন। খুব অল্প বয়সে প্রচুর খ্যাতি অর্জন করে দুর্ভাগ্যবশত তারা কোনও দুর্ঘটনা বা অসুস্থতার কারণে খুব অল্প বয়সেই  পৃথিবীকে বিদায় বলেছেন । সেই তালিকায় রয়েছেন স্মিতা পাটিল থেকে শুরু করে দিব্যা ভারতী, সুশান্ত সিং রাজপুত, জিয়া খানের মতো তারকারাও।  এই তালিকায় নাম জুড়ল আরও এক

মুম্বই: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু তারকা আছেন যারা অকালে খসে পড়েছেন। খুব অল্প বয়সে প্রচুর খ্যাতি অর্জন করে দুর্ভাগ্যবশত তারা কোনও দুর্ঘটনা বা অসুস্থতার কারণে খুব অল্প বয়সেই  পৃথিবীকে বিদায় বলেছেন । সেই তালিকায় রয়েছেন স্মিতা পাটিল থেকে শুরু করে দিব্যা ভারতী, সুশান্ত সিং রাজপুত, জিয়া খানের মতো তারকারাও।  এই তালিকায় নাম জুড়ল আরও এক উজ্জ্বল নক্ষত্র স্বর্ণলতার । যিনি মাত্র ৩৭ বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানান।

তাঁর ছোট কর্মজীবনে, তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং বাংলা-সহ প্রায় দশটি ভাষায় ১০০০০ গান গেয়েছিলেন। যদিও, স্বর্ণলতা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জন্য বেশিরভাগ গান গেয়েছিলেন। তিনি হিন্দি সংগীতপ্রেমীদের মধ্যেও জনপ্রিয় ছিলেন ভীষণভাবে। নীথিক্কু থান্ডনাই-তে কেজে ইসুদাসের সঙ্গে বিখ্যাত গান ‘চিন্নাচিরু কিলিয়ে’ গেয়ে স্বর্ণলতা লাইমলাইটে এসেছিলেন। স্বর্ণলতা খুব অল্প বয়সেই ভারতীয় সংগীত জগতে নিজের একটি জায়গা তৈরি করতেও সফল হন।

Advertisement

অস্কারজয়ী বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান একবার বলেছিলেন স্বর্ণলতা তাঁর প্রিয় গায়িকা। স্বর্ণলতা ১৯৭৩ সালে কেরলে জন্মগ্রহণ করেন। এবং চেন্নাইয়ের মালার হাসপাতালে তিনি ২৭ বছর বয়সে মারা যান। স্বর্ণলতা গুরুতর ইডিওপ্যাথিক ফুসফুসের রোগে ভুগছিলেন।

Advertisement

স্বর্ণলতা করুত্থাম্মা চলচ্চিত্র থেকে তাঁর ‘পোরালে পোন্নুথাই’ গানের জন্য শ্রেষ্ঠ মহিলা নেপথ্য গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। গানটিতে সুর দিয়েছেন এ আর রহমান। তিনিই প্রথম মহিলা প্লেব্যাক গায়িকা, যিনি এ আর রহমান-এর মিউজিকে জাতীয় পুরস্কার পান।

উল্লেখযোগ্যভাবে, তিনি অস্কার বিজয়ী উস্তাদ এ আর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। যিনি প্রকাশ্যে তাঁকে তাঁর প্রিয় গায়িকা হিসাবেও ঘোষণা করেছিলেন।

Advertisement