দেরাদুন , ১২ অক্টোবর – উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার সকলে সে রাজ্যের পিথোরাগড়ে পৌঁছন তিনি , এরপর পুজো দেন পার্বতী কুণ্ডে, পুজো শেষে কৈলাস দর্শন করেন। আদি কৈলাস মন্দিরেও পুজো দিয়েছেন তিনি। এই রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি, জনসভার কর্মসূচিও রয়েছে তাঁর। এদিন প্রধানমন্ত্রীকে সেখানকার স্থানীয় আদিবাসীদের বিশেষ পোশাকে দেখা যায়। স্থানীয় ভাষায় এই পোশাককে ‘রঙ্গা’ বলা হয়ে থাকে।
উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ৪২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement
মন্দিরের বাইরেই উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করার সময় এক বৃদ্ধা মহিলার সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী মোদি। তাঁর কাছে আশীর্বাদ চান। বৃদ্ধা প্রধানমন্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। পাশেই দাঁড়ানো এক মহিলার কোলের শিশুকেও আদর করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। পাশাপাশি তিনি সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান ও বিআরও আধিকারিকদের সঙ্গে কথা বলেন ।
Advertisement
Advertisement



