দিল্লি, ৪ অক্টোবর – ঘৃণার বাজারে মহব্বতের দোকান খুলতে হবে। সহনশীল এবং ভালবাসার সমাজ গড়ে তুলতে হবে। শুধু মানুষে মানুষে প্রেম নয়, জীবে প্রেমের বার্তাও দিয়েছিলেন রাহুল গান্ধি। সমাজকে দরদী হওয়ার বার্তা দিয়েছিলেন কংগ্রেসের কর্নাটক জয়ের পর । বুধবার সকালে ভালোবাসার এক চমকপ্রদ উপহার নিয়ে হাজির হলেন রাহুল গান্ধি। মা সোনিয়া গান্ধিকে চমকে দিলেন এই অপ্রত্যাশিত উপহার দিয়ে। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করল কংগ্রেস।