প্রধানমন্ত্রীর পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, ময়লা সাফ করতে করতেই কুস্তিগির অঙ্কিতের সঙ্গে কথাবার্তা বলছেন প্রধানমন্ত্রী। মো্দি জানান যে, তিনি ঘুমের সময় স্থির করতে চান। অঙ্কিতকে মোদি বলেন যে, “আমি খুব বেশী শরীরচর্চা করি না, কিন্তু শৃঙ্খলা মেনে চলি। কিন্তু এখন আমি দুটি ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে পারছি না। এক, আমার খাওয়ার সময়। দুই, ঘুমের জন্য যে সময় দরকার, আমি তা দিতে পারছি না।”
Advertisement
Advertisement



