উত্তরপ্রদেশ:- উত্তর প্রদেশে আইন প্রশাসনের উন্নয়নে কড়া পদক্ষেপ নিয়েছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, জানা গিয়েছে, এবার প্রতি থানায় এক জন করে মহিলা পুলিশ অফিসার নিয়োগ করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের প্রায় ২৭০০ পুলিশ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন। পুলিশে মহিলা সংরক্ষণ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। সেই সংরক্ষণ এখন থেকেই কার্যকর করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, যোগী আদিত্যনাথ দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকেই উত্তর প্রদেশে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। গুণ্ডারাজ, মাফিয়া রাজ মুক্ত হয়েছে গোটা রাজ্য। একের পর এক জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন যোগী। পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যের আইন শৃঙ্খলা যেন কড়া হাতে মোকাবিলা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভায় এবং রাজ্যসভায় কয়েকদিন আগেই মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে। মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করে যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন যেন রাজ্যে মহিলাদের কাজের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হয়। সেকারণে মহিলা সংরক্ষণ বিলের কথা স্মরণ করিয়ে রাজ্যের প্রতিটি থানায় মহিলা স্টেশন অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। প্রতি থানায় মহিলা থানা থাকলেও একজন করে মহিলা স্টেশন অফিসার নিয়োগ করতেই হবে বলে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। গ্রামে গ্রামে মহিলাদের উন্নয়নে শক্তি দিদি প্রকল্প চালু করতে চলেছে যোগী সরকার। মহিলাদের অধিকার রক্ষা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে মহিলাদের সুযোগ সুবিধা নিয়ে সচেতন করতে নবরাত্রির সময় বাড়ি বাড়ি প্রচার করা হবে। সেই প্রচার অভিযানে থাকবেন দুজন করে মহিলা পুলিশকর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা।
Advertisement
Advertisement



