দিল্লি, ২৪ আগস্ট – চাঁদের দক্ষিণ মেরু জয় করেছে ভারত। বুধবার সন্ধ্যায় সাফল্যের রেকর্ড গড়ে নতুন ইতিহাস রচনা করেছে দেশ। এই সাফল্যের জন্য ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন প্রাক্তন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি । বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে তিনি লিখেছেন, ” গত সন্ধ্যায় ইসরোর(বুধবার) ইসরোর অসাধারণ কৃতিত্ব দেখে আমি কতটা রোমাঞ্চিত হয়েছি তা জানাতেই এই চিঠি। এই সাফল্য সমস্ত ভারতীয়, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের।” চিঠিতে তিনি আরও লেখেন, ইসরোর এই অসামান্য সক্ষমতা কয়েক দশক ধরে তৈরি হয়েছে। এখানে অসাধারণ নেতা রয়েছেন এবং সম্মিলিত প্রচেষ্টার এক চেতনা সর্বক্ষণ এই প্রতিষ্ঠানকে পরিচালিত করেছে। কংগ্রেস নেত্রী ইসরোর চেয়ারম্যানকে লিখেছেন, ‘সেই ছয়ের দশকের শুরুর সময় থেকে ইসরো আত্মনির্ভিরশীল এবং স্বনির্ভরতার অর্জনের লক্ষ্যে কাজ করে দুর্দান্ত সাফল্য অর্জনে অবদান রেখেছে।’
চিঠির শেষে সোনিয়া গান্ধি লেখেন, “আমি ইসরোর সবাইকে শুভ কামনা জানাই এবং এই গুরুত্বপূর্ণ সময়ে সংস্থার প্রতিটি সদস্যকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই। “
Advertisement
বুধবার বিক্রম চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করার পরই হৈ হৈ পড়ে যায় বিশ্বজুড়ে। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে পৌঁছতে পারেনি কোনও দেশই। সেই হিসেবে ভারত ও ইসরোর কৃতিত্ব বিশ্বের বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শুভেচ্ছাবার্তায় ইসরোরও প্রশংসা করেছেন।
Advertisement
Advertisement



