বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্বকাপে ব্যস্ত থাকার মধ্যেই ভারতীয় ক্রিকেট দল সময় বার করে নিয়ে সুপারস্টার সলমন খানের ভারত ছবিটি দেখে নিলেন।
ভারতীয় দলের একটি ফটো পােস্ট করেছেন। তলায় ক্যাপশান দিয়েছেন ‘ভারত কি টিম, ভারত মুভি কে বাদ’। ভারতীয় ক্রিকেট দল সিনেমাটি দেখার পর উচ্ছ্বসিত সলমন খান টুইটারে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সুক্রিয়া ভাইয়াে ফর ওয়াচিং ভারত মুভি ইন ইংল্যান্ড। বেস্ট উইসেস ফর আপ কামিং ম্যাচেস। পুরা ভারত আপকে সাথ হ্যায়। ভারত জিতেগা’।
Advertisement
ভারত ছবিটি কোরিও সিনেমা ‘ওড টু মাই ফাদার’-এর অভিযােজন। সিনেমাটির পরিচালক আলি আব্বাস জাফর। বইটি মুক্তি পাওয়ার ছয়দিন পর ১৫৯ কোটি ২০ লাখ টাকার ব্যবসা করেছে। ছাড়িয়ে গিয়েছে অক্ষয় কুমারের কেশরী ও অজয় দেবগনের টোটাল ধামাল যে ব্যবসা করেছিল তারচেয়ে অনেক বেশি।
Advertisement
Advertisement



