• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

বদলে যাবে বন্দে ভারতের ইঞ্জিনের ডিজাইনও।

কলকাতা:- বন্দে ভারতের ইঞ্জিন এবার তৈরি হবে বাংলায়। শুধু তাই নয়, বন্দে ভারতের ডিজাইনও তৈরি হবে রাজ্যেই। সূত্রের খবর, এমনটাই জানালেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রেলে বিপ্লব ঘটনাতে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেলমন্ত্রক। অমৃত ভারত স্টেশন যোজনায় রাজ্যের একাধিক স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হবে। যার মধ্যে শিয়ালদহ, দিঘা, ক্যানিং সহ একাধিক প্রান্তিক স্টেশন রয়েছে।

কলকাতা:- বন্দে ভারতের ইঞ্জিন এবার তৈরি হবে বাংলায়। শুধু তাই নয়, বন্দে ভারতের ডিজাইনও তৈরি হবে রাজ্যেই। সূত্রের খবর, এমনটাই জানালেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রেলে বিপ্লব ঘটনাতে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেলমন্ত্রক। অমৃত ভারত স্টেশন যোজনায় রাজ্যের একাধিক স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হবে। যার মধ্যে শিয়ালদহ, দিঘা, ক্যানিং সহ একাধিক প্রান্তিক স্টেশন রয়েছে। এমনকি হাওড়া-নয়া দিল্লি রুটে কার্যত বিপ্লব ঘটছে। তৈরি হচ্ছে আরও ট্র্যাক। এমনকি একাধিক লাইনেরও সম্প্রসারণ করানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আর এর মধ্যেই আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের। জানা গিয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসেই তৈরি হবে চারটে বন্দে ভারতের ইঞ্জিন। দীর্ঘক্ষণ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাংলায় বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। সূত্রের খবর, অগ্নিমিত্রা বলেন, মূলত ধন্যবাদ জানাতেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আসা। আগের জিএমকে জানিয়েছিলাম যাতে চিত্তরঞ্জন কারখানার জন্যে কিছু কাজ দেওয়ার জন্যে। এই কারখানার গুরুত্ব এবং ঐতিহ্য দেখে যাতে কাজ দেওয়া হয়। ডিজাইনিংও তৈরি হবে এখানেই। আসানসোলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলের কারখানা। চলতি বছরে রেকর্ড রেল ইঞ্জিন তৈরি করেছে এই সংস্থা। এক বছরে ৪৪৬টি রেল ইঞ্জিন তৈরি হয়েছে। এবার সেখানেই আরও এক ইতিহাস! তৈরি হবে বন্দে ভারতের ইঞ্জিন। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, একাধিক বন্দে ভারত পাবে বাংলা। তেমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্ভবত এই মাসেই পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত চালু হয়ে যাবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

Advertisement