দিল্লি, ১৮আগস্ট– ভারতকে দেওয়া ওয়াশিংটনের ফেডারেল আদালতের আদেশ কার্যকর করতে প্রস্তুতি শুরু করল মার্কিন প্রশাসন। আদালতের নির্দেশ মেনে আমেরিকার জেলে বন্দি ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিতে চলেছে জো বাইডেন সরকার। মে মাসে রানাকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয় মার্কিন আদালত।
যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রানা আবেদন জানায় ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চে যা ছিল বিচারাধীন। কিন্তু রানার সেই আবেদন চলতি সপ্তাহে খারিজ হয়ে গিয়েছে। ফলে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন প্রত্যর্পণের নির্দেশনামায় সই করতে পারবেন। চলতি সপ্তাহে আমেরিকার বিদেশ দফতর সূত্রে এ খবর জানা গিয়েছে।
Advertisement
উল্লেখ্য, মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির দীর্ঘ দিনের বন্ধু রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য প্রায় দেড় দশক আগে মার্কিন সরকারের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান।
Advertisement
Advertisement



