• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

অসুখের অন্ধকারে সৃজিত

কলকাতা : অন্ধকার-এর পোস্ট ঘিরেই অন্ধকার। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় হঠাৎ বুধবার ফেসবুকে লিখলেন, ”অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। কেন এমন পোস্ট ফেসবুকে! কোন অন্ধকারের কথা বলছেন সৃজিত? তাঁর পোস্ট ঘিরে যতই উত্তাল নেটপাড়া মুখে কুলুপ পরিচালকের।  তবে টলিপাড়া বলছে প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। নতুন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে নাকি কাহিল পরিচালক।

কলকাতা : অন্ধকার-এর পোস্ট ঘিরেই অন্ধকার। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় হঠাৎ বুধবার ফেসবুকে লিখলেন, ”অন্ধকার নামছে, খুব অন্ধকার…”।

কেন এমন পোস্ট ফেসবুকে! কোন অন্ধকারের কথা বলছেন সৃজিত? তাঁর পোস্ট ঘিরে যতই উত্তাল নেটপাড়া মুখে কুলুপ পরিচালকের।  তবে টলিপাড়া বলছে প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। নতুন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে নাকি কাহিল পরিচালক। শোনা গিয়েছে, এই ছবির অল্প শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গে নাকি যাওয়ার কথা ছিল ছবির টিমে। পরিচালকের শরীর এতটাই খারাপ যে, শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে। আপাতত, চিকিৎসকের কথায়, বিশ্রামেই রয়েছেন তিনি।

Advertisement

এর আগে ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছিলেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্টের মতো আমার হৃদয়েও কোনও ব্লক নেই। সৃজিতের এই পোস্ট দেখে অনেকেই অনুমান করেছেন হয়তো কোনও কারণে অসুস্থ বোধ করেছিলেন সৃজিত।

Advertisement

Advertisement