কলকাতা, ১১ আগস্ট – স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে সরিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইউজিসির নিয়ম মেনে নিয়োগ হয়নি, অপসারিত উপাচার্যকে নিয়মবিরুদ্ধ ভাবে নিয়োগ হয়েছে, এই যুক্তিতে রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানো হয়েছে ।
এই নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত ফের নতুন মাত্রা পেল। পরবর্তী উপাচার্য কাকে করা হবে , সেই বিষয়ে স্বাস্থ্য ভবনকে দুটি নাম প্রস্তাব করতে বলা হয় রাজভবনের তরফে।