• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিনা শর্তে ৬টি গাড়ির ‘গিভঅ্যাওয়ে’

নিজের ছয়টি গাড়ির ১৯৬৫ শেভ্রলে কর্ভেট, ১৯৬৬ বুইক রিভিয়েরা, ১৯৬৯ মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই, ১৯৭২ শেভ্রলে কে১০ পিকআপ, ১৯৭২ ভিডব্লিউ বাস এবং ১৯৮৫ শেভ্রলে এল ক্যামিনো-র বিনা শর্তে এই ‘গিভঅ্যাওয়ে’রেখেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ছবিতে লুইস স্ট্রাউস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি তাঁর ঘোষণা ‘আমার ছয়টি গাড়ি অনুরাগীদের মধ্যে বিলিয়ে দিতে

নিজের ছয়টি গাড়ির ১৯৬৫ শেভ্রলে কর্ভেট, ১৯৬৬ বুইক রিভিয়েরা, ১৯৬৯ মার্সিডিজ বেঞ্জ ২৮০এসই, ১৯৭২ শেভ্রলে কে১০ পিকআপ, ১৯৭২ ভিডব্লিউ বাস এবং ১৯৮৫ শেভ্রলে এল ক্যামিনো-র বিনা শর্তে এই ‘গিভঅ্যাওয়ে’রেখেছেন রবার্ট ডাউনি জুনিয়র।

ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ছবিতে লুইস স্ট্রাউস চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি তাঁর ঘোষণা ‘আমার ছয়টি গাড়ি অনুরাগীদের মধ্যে বিলিয়ে দিতে চাই।’

ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে রবার্ট জানান, বিনা শর্তে এই ‘গিভঅ্যাওয়ে’রেখেছেন তিনি। আমেরিকা, ব্রিটেন ও কানাডার নাগরিকরাই  রবার্টের এই ছয়টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। তবে এই কনটেস্টের অংশগ্রহণ করতে বয়স হতে হবে ১৮ বছরের বেশি। জানা গেছে, ১৬ জুন  থেকে আরডিজে ড্রিম কারসের ড্র শুরু হয়েছে এবং শেষ হবে ২০২৪ সালের ১৬ জুলাই।

Advertisement

Advertisement

Advertisement