• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আজ বিজেপির লালবাজার অভিযান

অশান্তি এড়াতে মঙ্গলবার থেকেই নিরাপত্তায় মােড়া হয়েছে শহর কলকাতাকে।

(Photo: IANS)

আজ বিজেপির লালবাজার অভিযান।অশান্তি এড়াতে মঙ্গলবার থেকেই নিরাপত্তায় মােড়া হয়েছে শহর কলকাতাকে।বিজেপির দাবি,রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশের কাছে গেলে কোনও সমস্যার সমাধান হয় না।এমনকি পুলিশ রাজ্য সরকারের নির্দেশ মােতাবেক কাজ করছে বলেও দাবি গেরুয়া শিবিরের।

এদিকে মুকুল রায়  জানান বুধবার দুপুর ২ টোয় ওয়েলিংটন থেকে একটি মিছিল বার হবে। চিঠি দিয়ে এরজন্য অনুমতির আবেদন করা হয়েছিল।কিন্তু এই চিঠির কোনও জবাব আসেনি জানান তিনি।কিন্তু আবেদনের জবাব না পাওয়াকে  সম্মতি হিসাবেই গন্য করছে গেরুয়া শিবির।এদিকে বিজেপির গত লালবাজার অভিযানকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল।এবার আগে থেকেই সতর্ক লালাবাজার,জানা গেছে এমনটাই।

Advertisement

Advertisement

Advertisement