• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নাম প্রত্যাহার আইপিএল থেকে

সিডনি- পাঁচদিনের ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে কোটি টাকার খেলা ভারতীয় প্রিমিয়ার লিগ তথা আইপিএল খেলায় অংশগ্রহণ করেননি অস্ট্রেলিয়ায় পেসার কেন রিচার্ডসন। শুধু এই একটা ব্যাপারই নয়, আইপিএল না খেলার আরও একটা কারণ রয়েছে। সেটা হল এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অজি পেসার। আর ওই সময়েই শুরু হবে আইপিএল।Advertisement একাদশতম আইপিএল শুরুর আগে রিচার্ডসনকে

আইপিএল থেকে আয় ২০০০ কোটি ছাড়াবে

সিডনি- পাঁচদিনের ক্রিকেটে মনোনিবেশ করবেন বলে কোটি টাকার খেলা ভারতীয় প্রিমিয়ার লিগ তথা আইপিএল খেলায় অংশগ্রহণ করেননি অস্ট্রেলিয়ায় পেসার কেন রিচার্ডসন।

শুধু এই একটা ব্যাপারই নয়, আইপিএল না খেলার আরও একটা কারণ রয়েছে। সেটা হল এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অজি পেসার। আর ওই সময়েই শুরু হবে আইপিএল।

Advertisement

একাদশতম আইপিএল শুরুর আগে রিচার্ডসনকে পাওয়া যেতনা। এ কারণেই আইপিএল নিলামে নাম দেননি এই ক্রিকেটার।

Advertisement

রাইজিং পুণে সুপারজায়েন্ট ছাড়া কেন রিচার্ডসন আইপিএলে আরও দুটি দলের হয়ে খেলেছিলেন, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস।

Advertisement