• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসির নতুন চমক সতীর্থদের জন্য।

আমেরিকা :- ইন্টার মায়ামিতে যোগ দিয়ে পর পর দুই ম্যাচে গোল করেছেন মেসি। নতুন দলে যোগ দিয়ে সমর্থকদের মন জিতেছেন। এবার সতীর্থদেরও মন জয়ে সচেষ্ট হলেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের পর পর আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থদের সোনায় মোড়া আইফোন উপহার দিয়েছিলেন মেসি। নতুন দলেও সতীর্থদের মন জিতে নিয়েছেন। মেসির কাছ থেকে বিশেষ উপহার পেলেন তাঁর সতীর্থরা।

আমেরিকা :- ইন্টার মায়ামিতে যোগ দিয়ে পর পর দুই ম্যাচে গোল করেছেন মেসি। নতুন দলে যোগ দিয়ে সমর্থকদের মন জিতেছেন। এবার সতীর্থদেরও মন জয়ে সচেষ্ট হলেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের পর পর আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থদের সোনায় মোড়া আইফোন উপহার দিয়েছিলেন মেসি। নতুন দলেও সতীর্থদের মন জিতে নিয়েছেন। মেসির কাছ থেকে বিশেষ উপহার পেলেন তাঁর সতীর্থরা। ইন্টার মায়ামির সতীর্থদেরও বিশেষ ভাবে তৈরি হেডফোন উপহার দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি।ইন্টার মায়ামির জার্সির রঙের হেড ফোনে বিশেষভাবে ছাপানো হয়েছে ক্লাবের লোগো। দলের রাইট ব্যাক ডিআন্দ্রে ইয়েডলিনকে মেসির উপহার দেওয়া হেডফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। তা থেকেই গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। নতুন দলে যোগ দিয়ে দ্রুত পরিবেশ পরিস্থিতির সঙ্গে যেমন মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তেমনই, সতীর্থদের সঙ্গেও মিশে যাওয়ার চেষ্টা করছেন। মেজর সকার লিগের ক্লাবে দু’টি ম্যাচে তিনটি গোল করেছেন মেসি। অভিষেক ম্যাচে ক্রুজ় আজুলের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। পরের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে প্রথমার্ধেই জোড়া গোল করেছেন মেসি।

Advertisement

Advertisement