• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আবার সুখবর দিতে চলছেন তারকা দম্পতি রাজ-শুভশ্রী।

কলকাতা:- কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান নিয়ে আভাস দিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই। কয়েকদিন কাটতে না কাটতেই আবার সুখবর দিতে চলেছে রাজ-শুভশ্রী। আবারো মা হতে চলেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়াতেই দ্বিতীয় প্রেগনেন্সির খবর ঘোষণা করেছেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। মা বাবার হাত ধরে মাঝে হাঁটছে ইউভান। তাঁর মুখে খিলখিলে হাসি।

কলকাতা:- কিছুদিন আগেই দ্বিতীয় সন্তান নিয়ে আভাস দিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই। কয়েকদিন কাটতে না কাটতেই আবার সুখবর দিতে চলেছে রাজ-শুভশ্রী। আবারো মা হতে চলেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়াতেই দ্বিতীয় প্রেগনেন্সির খবর ঘোষণা করেছেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। মা বাবার হাত ধরে মাঝে হাঁটছে ইউভান। তাঁর মুখে খিলখিলে হাসি। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ইউভান বড় দাদা হতে চলেছে। কমেন্টে শুভেচ্ছার জোয়ার নেমেছে। নুসরত জাহান লিখেছেন, গোটা পরিবারকে শুভেচ্ছা জানাই।ডান্স বাংলা ডান্সের সহ বিচারক মৌনি রায় লিখেছেন, অনেক শুভেচ্ছা আমার ডার্লিং। শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাফিয়াথ রশিদ মিথিলা, দেবলীনা কুমার, শ্রীমা ভট্টাচার্যর মতো অভিনেত্রীরা। তিন বছর হতে চলল ইউভানের বয়স। ছেলেকে চোখে হারান রাজ শুভশ্রী দুজনেই। কিছুদিন আগেই ইউভানের নামে নিজের হাতে ট্যাটু করিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, ইউভান একেবারেই তার মায়ের মতো হয়েছে। মায়ের বেশি কাছেরও সে। তিনি আরও বলেন, তাঁর স্ত্রী শুভশ্রীও বাচ্চাদের খুব ভালবাসেন। তাই তাঁদের দুজনেরই ইচ্ছা যে এবার ইউভানের একটা ভাই বা বোন হোক ইউভানের। এর মধ্যেই টলিপাড়ায় সুখবর। পরিচালক রাজ আরো বলেছিলেন, তিনি একজন ভাল বাবা হয়ে উঠতে চান ইউভানের কাছে। তাকে সময় দিতে চান, তার সমান দায়িত্ব নিতে চান। তিনি আরো বলেছিলেন, শুভশ্রী আর তিনি কখনোই ইউভানের উপরে জোর করে কিছু চাপিয়ে দেবেন না। তাঁরা ছেলেকে বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ উপহার দিতে চান।

Advertisement

Advertisement