লখনউ, ২৪ জুন– পরিবার ও বন্ধু মিলিয়ে মোট ৫ জনকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি।ঘটনাটি উত্তরপ্রদেশের।
জানা গিয়েছে, সোহবীর যাদব নামে এক ব্যক্তি তাঁর দুই ভাই, ভাইয়ের স্ত্রী, শ্যালক এবং এক বন্ধুকে খুন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিজের স্ত্রী এবং অপর এক আত্মীয়কেও আক্রমণ করেছিলেন সোহবীর। দুজনেই গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে।
Advertisement
জানা গেছে, মাত্র ২ দিন আগে ভাই সোনুর সঙ্গে বিয়ে হয়েছিল সোনির। ভাইয়ের বিয়ে উপলক্ষেই বাড়িতে এসেছিলেন সোহবীর। সেখানেই বেআইনি অস্ত্র দিয়েই আচমকা সোহবীর গুলি চালাতে শুরু করেন। এক টানা গুলি চালিয়ে দুই ভাই সোনু এবং বুলান, ভাইয়ের স্ত্রী সোনি এবং এক বন্ধু দীপককে হত্যা করেন তিনি। মনে করা হচ্ছে সম্ভবত মানসিক অস্থিরতা থেকেই এই কান্ড ঘটিয়েছেন সোহবীর যাদব নামে ওই ব্যক্তি।
Advertisement
Advertisement



