• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

রশ্মিকার ৮০ লক্ষ হজম করলেন ম্যানেজারই  

মুম্বই, ১৯ জুন– তাঁর বহুদিনের ম্যানেজারই নাকি তার ৭০ লক্ষ টাকা নয়ছয় করেছেন। ঘটনাটি ঘটেছে অভিনেত্রী রশ্মিকার সঙ্গে। নিজের ম্যানেজারের হাতে প্রায় ৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী। ম্যানেজারের নাম জানা যায়নি। তবে বহুদিন ধরেই তিনি রশ্মিকার সঙ্গে রয়েছেন বলে খবর। অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই নাকি তাঁর সঙ্গে কাজ করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর,

মুম্বই, ১৯ জুন– তাঁর বহুদিনের ম্যানেজারই নাকি তার ৭০ লক্ষ টাকা নয়ছয় করেছেন। ঘটনাটি ঘটেছে অভিনেত্রী রশ্মিকার সঙ্গে। নিজের ম্যানেজারের হাতে প্রায় ৮০ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী।

ম্যানেজারের নাম জানা যায়নি। তবে বহুদিন ধরেই তিনি রশ্মিকার সঙ্গে রয়েছেন বলে খবর। অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই নাকি তাঁর সঙ্গে কাজ করছিলেন ওই ব্যক্তি। সূত্রের খবর, সম্প্রতি ম্যানেজারের প্রতারণার খবর রশ্মিকা জানতে পারেন। ততদিনে অন্তত ৮০ লক্ষ টাকা নাকি লোপাট হয়ে গিয়েছে। গোটা বিষয়টি জানতে পেরেই কড়া ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। অভিযুক্তকে বরখাস্ত করেছেন তিনি।

যদিও ঘটনায় এখনও পর্যন্ত পুলিশি অভিযোগের কোনও খবর মেলেনি। রশ্মিকা নাকি এ বিষয়ে মুখে কুলুপ দিয়েছেন।  শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলতে চান না। আপাতত তিনি ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার শুটিং করছেন। তা নিয়েই ব্যস্ত থাকতে চান।

Advertisement

এদিকে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ সিনেমায় অভিনয় করেছেন রশ্মিকা। ইতিমধ্যেই ছবির প্রি-টিজার প্রকাশ্যে এসেছে। তাতে রশ্মিকার দেখা না মিললেও ভরপুর অ্যাকশনের আভাস পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র সাজানো ‘অ্যানিম্যাল’-এর গল্প। রণবীর-রশ্মিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি, শক্তি কাপুর, সুরেশ ওবেরয়।

Advertisement

Advertisement