দিল্লি, ৮ জুন– ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে সুলতানি জমানায় তৈরি হয়েছিল ওই সুড়ঙ্গের উদয় হল দক্ষিণ দিল্লির সিরি ফোর্টে। শিশুদের জাদুঘরে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল। আচমকা সন্ধান মেলে সুড়ঙ্গের। মাঝপথে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের আধিকারিকরা।
এএসআইয়ের সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট প্রবীণ সিংহ বলেন, “অজান্তেই আবিষ্কৃত হয়েছে সুড়ঙ্গটি। সিরি ফোর্টের আশেপাশে খিলজি আমলের একাধিক নিদর্শন রয়েছে। সুলতানি জমানা ছিল তেরো এবং চোদ্দ শতকে। আমরা এখন সুড়ঙ্গ কাঠামোর পাঁচ-ছয় ফুট উন্মুক্ত করেছি। কাজ সম্পূর্ণ হল শিশুদের প্রদর্শনের জন্য জাদুঘরের অংশ হিসেবে এটিকেও রাখা হবে।”
Advertisement
এএসআই-এর তত্ত্ববধানেই সিরি ফোর্টে শিশুদের জাদুঘরের বিকল্প পথ নির্মাণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন চলতি সপ্তাহের শুরুতে হঠাৎই আবিষ্কৃত হয় সুড়ঙ্গটি। এএসআই সূত্রে জানা গিয়েছে, সূড়ঙ্গের মুখের সন্ধান মিলতেই ভূগর্ভস্থ পথ নির্মাণের কাজ বন্ধ করা হয়। কিছুদিনের মধ্যেই পুরাতাত্ত্বিক সমীক্ষা এবং খনন প্রক্রিয়া শুরু করবেন এএসআই কর্মীরা। তবে ইতিমধ্যে সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ত্রয়োদশ বা চতুর্দশ শতাব্দীতে সুলতানি জমানার তৈরি সুড়ঙ্গটি।
Advertisement
Advertisement



