বালেশ্বর, ৩ জুন – শনিবার ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর বাংলায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যাঁরা আহত বা গুরুতর আহত রয়েছেন তাঁদের প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে।’’ বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
Advertisement
Advertisement



