• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফ্লোরিডায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ৯

তালাহাসসি, ৩০ মে– ফ্লোরিডার বন্দুক হামলার ঘটনায় গুলি লাগে শিশুসহ অন্তত ৯ জনের। কর্তৃপক্ষ বলছে, মিয়ামির উত্তরে হলিউড বিচের উত্তর বোর্ডওয়াকের ১২০০ ব্লক এলাকায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬.৪৫ এর দিকে দুই গ্রুপের মধ্যে বিরোধ বাধে। এর পরই তারা বন্দুকযুদ্ধে নেমে পড়ে।  সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, অন্য একজন এখনও পলাতক রয়েছে।এই গোলাগুলির একটি ভিডিও

তালাহাসসি, ৩০ মে– ফ্লোরিডার বন্দুক হামলার ঘটনায় গুলি লাগে শিশুসহ অন্তত ৯ জনের। কর্তৃপক্ষ বলছে, মিয়ামির উত্তরে হলিউড বিচের উত্তর বোর্ডওয়াকের ১২০০ ব্লক এলাকায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬.৪৫ এর দিকে দুই গ্রুপের মধ্যে বিরোধ বাধে। এর পরই তারা বন্দুকযুদ্ধে নেমে পড়ে। 

সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে, অন্য একজন এখনও পলাতক রয়েছে।এই গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় সবাই স্বাভাবিক ভাবেই বিচের পাশের রাস্তায় হাঁটছে, হুট করেই বন্দুকের গুলির আওয়াজ শুনে সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ঘটনাস্থলের অন্যান্য ভিডিওতে দেখা যায়,  অনেকে গুলিতে আহত হয়েছেন।

হলিউড বিচের মেয়র যশ লেভি বলেছেন, প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে এবং কিছু ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেভি আরো বলেন, ‘মনে হচ্ছিল সব মানুষ ক্রসফায়ারের মধ্যে পড়েছে  কিন্তু আমি বুঝতে পারছিলাপম না।’ তিনি পরে টুইট করে বলেন,  ‘আজকের গুলিবিদ্ধদের সাহায্য এবং প্যারামেডিকস, পুলিশ, ডাক্তার এবং নার্সদের  তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য তাদের ধন্যবাদ।’

Advertisement

Advertisement