• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুর দেওয়া মটর ডালের স্পেশাল রুটি 

উপকরণ — পেঁয়াজ, লঙ্কা, ধনিয়াপাতা, পুদিনাপাতাকুচি দিয়ে তৈরি করা হয় মটর ডালের মিশ্রণ। জিরা, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা মরিচ বাটা দিয়ে পুরটা ডালটা একটু ঝাল ঝাল তৈরি করতে হবে।  পদ্ধতি —এবার চালের গুঁড়ো  ও আটা মিলিয়ে ঘন  তৈরি করে নিন। অল্প অল্প কাই নিয়ে ছোট ও মোটা করে রুটি তৈরি করে নিন। এরপর বেশি করে

উপকরণ — পেঁয়াজ, লঙ্কা, ধনিয়াপাতা, পুদিনাপাতাকুচি দিয়ে তৈরি করা হয় মটর ডালের মিশ্রণ। জিরা, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, কাঁচা মরিচ বাটা দিয়ে পুরটা ডালটা একটু ঝাল ঝাল তৈরি করতে হবে। 

পদ্ধতি —এবার চালের গুঁড়ো  ও আটা মিলিয়ে ঘন  তৈরি করে নিন। অল্প অল্প কাই নিয়ে ছোট ও মোটা করে রুটি তৈরি করে নিন। এরপর বেশি করে ডালের মিশ্রণ নিয়ে আটার মন্ডের মধ্যে রেখে পুরির মতো মোটা চ্যাপটা করে বেলে নিন। বেশি পাতলা করা যাবে না।

Advertisement

তারপর তাওয়া গরম করে তেল ছাড়া ৫ থেকে ৭ মিনিট সেঁকে নিন। দুই পাশে ভালো মতো সেকা হয়ে গেলে নামিয়ে নিন।

Advertisement

এরপর গরম গরম ধনে পাতার চাটনি বা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।

Advertisement