এদিন প্রসন্ন রায় দাবি করেন, তাঁর বাড়ি থেকে দিলীপ ঘোষের কোনও সম্পত্তির আসল দলিল সিবিআই বাজেয়াপ্ত করেনি। যা মিলেছে তা হল দলিলের সার্টিফায়েড কপি।সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রসন্ন রায় বলেন, ‘মিউটেশন ও বিদ্যুৎ সংযোগের জন্য ওই সার্টিফায়েড কপি তোলা হয়েছিল।
প্রসন্নকে এও প্রশ্ন করা হয়, আপনার সঙ্গে কি দিলীপ ঘোষের কোনও টাকাপয়সার লেনদেন হয়েছিল? জবাবে তিনি বলেন, ‘না না। ওসব বাজে কথা। আমার সঙ্গে কোনও লেনদেন হয়নি।’ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে দিলীপ ঘোষের সঙ্গে আপনার আলাপ? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর তিনি দেননি।
Advertisement
এই দলিল কাণ্ড নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূল বারবার প্রশ্ন তুলেছে, মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপের দলিল পেয়েছে সিবিআই। তাহলে কেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে জেরা করা হচ্ছে না?
Advertisement
Advertisement



