দিল্লি, ১৩ মে – সংকটের পরিস্থিতিতেও করাচিতে জেলবন্দি ১৯৮ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হল। বেহাল অর্থনীতি, ইমরানকাণ্ডে দেশ যখন অগ্নিগর্ভ পরিস্থিতিতে, সেই সময় ভারতের দিকে পাকিস্তানের এই সৌহার্দ্যপূর্ণ বার্তা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। দীর্ঘদিন করাচিতে জেলবন্দি ১৯৮ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হল। বৃহস্পতিবার ওয়াঘা বর্ডার হয়ে দেশে ফিরেছেন তাঁরা।
জুন এবং জুলাই মাসে পাক জেলে বন্দি আরও দুই দল ভারতীয় মৎস্যজীবীকে জেলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফ সরকার।করাচির জেল সুপার জানান, আরব সাগরে ভারতীয় জলসীমা পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন এই মৎস্যজীবীরা। তাদের গ্রেপ্তার করে পাক নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট ২০০ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তার আগেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ২ মৎস্যজীবীর । এযাত্রায় দেশে ফিরেছেন ১৯৮ জন। প্রশ্ন উঠছে, পাক জেলে অত্যাচারের কারণে কি ওই দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে? যদিও করাচির জেল সুপারের দাবি, অসুস্থ হয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে বন্দি দুই মৎস্যজীবীর। তাঁদের দেহ ফেরানো হয়েছে ভারতে।
Advertisement
Advertisement
Advertisement



