দিল্লি , ০২ মে – তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার টিলু তাজপুরিয়ার উপর লোহার রড নিযে আক্রমণের অভিযোগ উঠল প্রতিপক্ষ যোগেশ টুন্ডু ও তাঁর সহকারীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে মঙ্গলবার সকালেই মৃত্যু হয় টিলুর। দিল্লির এই জেলেই বন্দি রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি সেখানে ঠাঁই হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের। মঙ্গলবারের ঘটনার পর তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ।
তিহাড় জেলের ৯ নম্বর সেলে ছিলেন গ্যাংস্টার টিলু তাজপুরিয়া। তাঁর ঠিক পাশের সেল ৮ নম্বরে ছিলেন দুষ্কৃতী যোগেশ টুন্দু । তিহাড় জেল কর্তৃপক্ষ সূত্রে খবর , মঙ্গলবার সকাল ৬টা বেজে ১৫ মিনিট নাগাদ ৩৩ বছরের টিলু তেজপুরিয়াকে লোহার গ্রিল ভেঙে আক্রমণ করে যোগেশ টুন্ডা, রাজেশ সিং, রিয়াজ খান। সকাল ৭ টা নাগাদ অচৈতন্য অবস্থায় সুনীল ও রোহিতকে উদ্ধার করে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সুনীলকে মৃত বলে ঘোষণা করেন। রোহিত নাামে জখম আরেক যুবকের চিকিৎসা চলছে।তিহাড় জেলের অন্দরে বন্দিদের গোষ্ঠী সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়িয়ে পরে।
Advertisement
গ্যাংস্টার টিলু ওরফে সুনীল মান ২০২১ সালে দিল্লির রোহিনী আদালতে গুলি চালনার ঘটনার মূল অপরাধী ছিল। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে আদালত চত্বরেই গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল। ওই ঘটনায় জিতেন্দ্র যোগীর মৃত্যু হয়। তদন্তকারীদের অনুমান, সেই ঘটনার বদলা নিতেই জিতেন্দ্র যোগীর দল তার ওপর হামলা চালায় ।
Advertisement
Advertisement



