মুম্বই, ২২ এপ্রিল– সত্যিই তিনি ড্রামা কুইন। তা না হলে হেলমেট পরে সারাদিন ঘুরে বেড়ান। যদিও তার কাছে এর একটা উপযুক্ত কারণ আছে। বড্ড টেনশনে রাখি সাওয়ান্ত। আরে বাবা, বিষ্ণোই গ্যাং যে তাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। তাঁর বেঁচে থাকা নিয়েই যে তিনি চিন্তিত।
কয়েকদিন আগেই লরেন্স বিষ্ণোই গ্যাংগের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাখি। আর তা নিয়েই বড্ড চিন্তায় তিনি। আর প্রাণ বাঁচাতে সলমানের মতো বুলেট প্রুফ গাড়ি তো পেলেন না, বরং মাথা ঢাকলেন হেলমেটে! হ্য়াঁ, এমনটাই করছেন রাখি। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সলমানের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রাখি সাওয়ান্ত। খবর অনুযায়ী, সলমানের মতোই প্রাণনাশের হুমকি পেলেন রাখি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাখি। ইমেল ও ফোন মারফৎ দিয়ে বলা হয়েছে সলমানের পাশে দাঁড়ালে রাখিকেও খতম করে দেওয়া হবে।
Advertisement
Advertisement
Advertisement



