পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন রাখি পূর্ণিমাকে সামনে রেখে বৃহস্পতিবার বিদ্যালয়ে পরিবেশ-বান্ধব রাখি তৈরির আয়োজন করা হয়।
রাখি যাতে স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরা বানাতে পারে, কীভাবে বানানো হয়, তা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের দেখিয়ে দিয়েছিলেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাখি তৈরির জন্য নিজেদের বাড়ি থেকে পুরনো জিনিসপত্র নিয়ে এসেছিলো। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্র দিয়ে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা নিজেরাই পরিবেশ-বান্ধব রাখি তৈরি করে।
Advertisement
রাখি বানাতে ছাত্র-ছাত্রীদের সাহায্য করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্য। তিনি বলেন, খুব আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার পরিবেশ-বান্ধব রাখি তৈরির কাজটি সম্পূর্ণ করেছে। যে রাখিগুলি রাখি পূর্ণিমার দিন ব্যবহার করা হবে। তাই তিনি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের পরিবেশ-বান্ধব রাখি তৈরি করার জন্য শুভেচ্ছা জানান। ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই পরিবেশ-বান্ধব রাখি তৈরি করতে পেরে খুব খুশি বলে তারা জানিয়েছে।
Advertisement
Advertisement



