কলকাতা , ১৯ এপ্রিল – বুধবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ডেকে পাঠানো হয় ইডি-র হাতে গ্রেফতার হওয়া প্রোমোটার অয়ন শীলের বৃদ্ধ বাবা-মাকে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা হন দম্পতি। ইডি সূত্রের খবর, অবৈধ আর্থিক লেনদেনের ক্ষেত্রে মা-বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করেছিলেন অয়ন। অয়নের বাবা সদানন্দ শীলের ২ টি এবং মা অমিতা শীলের ১টি অ্যাকাউন্ট অয়ন ব্যবহার করতেন বলে জানা ইডি সূত্রে খবর ।