দেশের সব ভাষাকেই কেন্দ্রীয় সরকার সম্মান করে। ফলে কোন ভাষা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। ত্ৰিভাষীয় নীতি চালু করার আগে জনসাধারণ ও রাজ্যসরকারগুলির সঙ্গে আলােচনায় বসবে কেন্দ্র। এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
রবিবার তিনি বলেন, কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীর কাছে জমা পড়েছে জাতীয় শিক্ষা নীতির খসড়া রিপাের্ট মাত্র। সে সম্পর্কে সাধারন মানুষের বক্তব্য গ্রহন করা হবে। মতামত নেওয়া হবে রাজ্য সরকার গুলির কাছ থেকে। এসব করার পরে খসড়া রিপোর্ট চুড়ান্ত করা হবে। সরকার সব ভাষাকেই সম্মান করে। কোন ভাষাই চাপিয়ে দেওয়া হবে না ।
Advertisement
এদিন টুইটারে বিদেশমন্ত্রী তামিল ভাষায় লিখে জানান, দেশবাসীর অনুমতি সাপেক্ষে জাতীয় শিক্ষা নীতির খসড়া রিপাের্ট নিয়ে পদক্ষেপ গ্রহন করবে। দেশের কোথাও জোর করে ভাষা চাপিয়ে দেওয়ার নীতি সরকারের নেই। শনিবার কেন্দ্রীয় শিক্ষা সচিব আর সুব্রামনিয়ম জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ভাষা জোর করে চাপিয়ে দেবে না।
Advertisement
Advertisement



