রামমন্দির নির্মাণের সূচনা গৌরবের অনুভূতি: রাষ্ট্রপতি

অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনাকে ‘গৌরন্দ্রে অনুভূতি’ বলে মন্তব্য করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Written by SNS New Delhi | August 15, 2020 1:13 pm

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (File Photo: IANS/RB)

অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনাকে ‘গৌরন্দ্রে অনুভূতি’ বলে মন্তব্য করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সন্ধ্যায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে একথা বলেন রাষ্ট্রপতি।

তাঁর ভাষণে স্থান পেয়েছে করোনা পরিস্থিতি, দেশের কৃষি ক্ষেত্রের সংস্কারের সকারের বিভিন্ন উদ্যোগ, পূর্ব লাদাখে চিনা আগ্রাসন, নয়া জাতীয় শিক্ষা নীতিও। দীর্ঘ কয়েক দশক ধরে রাম জন্মভূমি নিয়ে যে বিবাদ তৈরি হয়েছিল তার অবসান হয়েছে।

মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। বিতর্কের আইনি পথে সমাধান শান্তিপূর্ণভবে হওয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এদিন এ প্রসঙ্গে তিনি বলেন, রামমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা রেখেছে। এর জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই।