• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ফের প্রযুক্তিক্ষেত্রে কর্মী ছাঁটাই , ১৪২ জন ভারতীয় কর্মী বরখাস্ত ‘গিটহাব’ এ  

ক্যালিফোর্নিয়া , ২৯ মার্চ – আবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই। আর্থিক মন্দার কারণে বিশ্বজুড়ে ছাঁটাই করে চলেছে আইটি সংস্থাগুলি। টুইটার, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফ্ট— সব ছোটবড় সংস্থাই কমবেশি তাদের কর্মী সংখ্যা কমিয়ে ফেলছে। ফের কর্মী ছাঁটাই করছে মাইক্রসফটের অধীনস্থ সংস্থাট গিট হাব। তারা  ১৪২ জন ভারতীয় কর্মী সহ গোটা ইঞ্জিনিয়ারিং টিমকেই বরখাস্ত করেছে । সংস্থার তরফে বলা হয়েছে, এই সংস্থা পুনর্গঠনের সিদ্ধান্ত

ক্যালিফোর্নিয়া , ২৯ মার্চ – আবার প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই। আর্থিক মন্দার কারণে বিশ্বজুড়ে ছাঁটাই করে চলেছে আইটি সংস্থাগুলি। টুইটার, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফ্ট— সব ছোটবড় সংস্থাই কমবেশি তাদের কর্মী সংখ্যা কমিয়ে ফেলছে। ফের কর্মী ছাঁটাই করছে মাইক্রসফটের অধীনস্থ সংস্থাট গিট হাব। তারা  ১৪২ জন ভারতীয় কর্মী সহ গোটা ইঞ্জিনিয়ারিং টিমকেই বরখাস্ত করেছে । সংস্থার তরফে বলা হয়েছে, এই সংস্থা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের জেরেই এই ছাঁটাই প্রক্রিয়া । সংস্থার মুখপত্র জানান, গিটহাব-এর মূল উদ্দেশ্য হল ডেভলপার এবং গ্রাহকদের জন্য ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ সমৃদ্ধ একটি সুসংহত ব্যবস্থা গড়ে তোলা।

গিটহাবে কর্মী সংখ্যা ছিল ৩ হাজার। কোম্পানির সিইও থমাস ডহমক বলেছেন, যেকোনও ব্যবসাতেই সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। সেই বৃদ্ধি থমকে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। শুধু ছাঁটাই নয়, নতুন কোনও নিয়োগও এই মুহূর্তে গিটহাব করবে না বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Advertisement

ফেব্রুয়ারি মাসেই  ‘গিটহাব’ ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল। তখন বলা হয়েছিল, না চাইলেও এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। স্বল্পমেয়াদে কোম্পানির চাহিদা মেটাতে ও দীর্ঘ মেয়াদে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে সংস্থাকে ।

Advertisement

Advertisement