দিল্লি, ১৬ মার্চ– ব্রিটেন সফরে করা তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই উত্তাল দেশ থেকে শুরু করে সংসদ। তার বিরুদ্ধে বিজেপিতে উঠেছে দেশবিরোধী মন্তব্যের জের। রাহুল ‘দেশকে অপমান’ করেছেন বলে বিজেপি শিবিরের অভিযোগ। তাঁর ‘নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা’র দাবিতে ৪ দিন ধরে ধারাবাহিক ভাবে লোকসভা এবং রাজ্যসভায় নজিরবিহীন বিক্ষোভ দেখাচ্ছেন সরকারপক্ষের সাংসদেরা। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রথম বারের জন্য সংসদে এসে রাহুল গান্ধি জানালেন, তিনি দেশবিরোধী কোনও মন্তব্য করেননি।
বৃহস্পতিবার সংসদ ভবনে ঢোকার আগে ওয়েনাড়ের কংগেস সাংসদ রাহুল বলেন, ‘‘আমি (লন্ডনের আলোচনাসভায়) ভারতবিরোধী কিছুই বলিনি। যদি তাঁরা সুযোগ দেন, তবে আমি সংসদের ভিতরেও সে কথা বলব।’’
Advertisement
Advertisement
Advertisement



