বার্লিন, ১০ মার্চ– ফের রক্তাক্ত গির্জা। জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল বেশ কয়েকজনের । বৃহস্পতিবার রাতে গির্জার মধ্যে হামলায় জখম হয়েছেন আরও কয়েক জন। যদিও এই হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
হামবুর্গ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামলা চালানো হয়। একের বেশি হামলাকারী ছিলেন বলে সন্দেহ পুলিশের। নিহতদের মধ্যে এক হামলাকারী রয়েছেন বলে দাবি করা হয়েছে। হামবুর্গে কিংডম হল অব জেহবাস উইটনেসে হামলার ঘটনা ঘটেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারপাশ।
Advertisement
Advertisement
Advertisement



