• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কেন্দ্রের ওপর চাপ বাড়াতে দিল্লির স্কুলে চালু হল ‘আই লাভ সিসোদিয়া ডেস্ক’

দিল্লি,৩ মার্চ — প্রাক্তন আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার মুক্তির দাবিতে দিল্লির স্কুলে স্কুলে প্রতিবাদ জানাচ্ছে পড়ুয়ারা। তার সাথে সাথে স্কুলে প্রচার শুরু করেছে আম আদমি পার্টি।  সদ্য নিজের পদ থেকে পদত্যাগ করেছেন মনীশ সিসোদিয়া। মণীশ দিল্লি সরকারের শিক্ষামন্ত্রীও ছিলেন। আমি আদমি পার্টির দাবি, মণীশের হাত ধরে দিল্লির শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন এসছে । ছাত্র ছাত্রীদের  অভিভাবকদের মধ্যে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে

দিল্লি,৩ মার্চ — প্রাক্তন আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার মুক্তির দাবিতে দিল্লির স্কুলে স্কুলে প্রতিবাদ জানাচ্ছে পড়ুয়ারা। তার সাথে সাথে স্কুলে প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। 

সদ্য নিজের পদ থেকে পদত্যাগ করেছেন মনীশ সিসোদিয়া। মণীশ দিল্লি সরকারের শিক্ষামন্ত্রীও ছিলেন। আমি আদমি পার্টির দাবি, মণীশের হাত ধরে দিল্লির শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন এসছে । ছাত্র ছাত্রীদের  অভিভাবকদের মধ্যে বেসরকারি স্কুল ছেড়ে সরকারি স্কুলে পোড়ানোর প্রবণতা বেড়েছে। আর তা সম্ভব হয়েছে মণীশ সিসোদিয়া শিক্ষা মন্ত্রী হওয়ার পর। সেই জনপ্রিয় শিক্ষামন্ত্রীকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে পড়ুয়ারা প্রতিবাদ জানাচ্ছে। এটা পড়ুয়া ও তাদের অভিভাবকদের সিদ্ধান্ত।

বিজেপির অভিযোগ, স্কুলগুলিতে ফোন করে করে নির্দেশ দেওয়া হয়েছে, ‘আই লাভ সিসোদিয়া,’  ডেস্ক চালু করতে। সেখানে গিয়ে ছেলেমেয়েদের সিসোদিয়ার মুক্তির দাবিপত্রে সই করতে হচ্ছে।

আপের দাবি সিসোদিয়া ভালো কাজ করেছেন বলে ওনার এতো জনপ্রিয়তা। বিজেপি চেষ্টা করলেও ওনাকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। 

Advertisement

Advertisement