• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ফের প্রকাশ্য রাস্তায় তলোয়ার দিয়ে কুপিয়ে খুন যুবক, ভিডিও ভাইরাল 

বেঙ্গালুরু,১ মার্চ — ফের প্রকাশ্য রাস্তায় কুপিয়ে যুবক খুনের ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিদার জেলার ত্রিপুরান্ত এলাকায়। ভিডিওটি দেখা মাত্র অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখা গেছে, ব্যস্ততম রাস্তায় আনন্দ ফুলে নামে ২৬ বছর বয়সী ওই যুবকের উপর কয়েকজন মিলে তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়তে। হামলাকারীরা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিল।

বেঙ্গালুরু,১ মার্চ — ফের প্রকাশ্য রাস্তায় কুপিয়ে যুবক খুনের ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিদার জেলার ত্রিপুরান্ত এলাকায়। ভিডিওটি দেখা মাত্র অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখা গেছে, ব্যস্ততম রাস্তায় আনন্দ ফুলে নামে ২৬ বছর বয়সী ওই যুবকের উপর কয়েকজন মিলে তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়তে। হামলাকারীরা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিল। এরপর তোলায়ার দিয়ে কোপাতে শুরু করে।পুরো এলাকা রক্তে ভেসে যেতে দেখা গেছে। ভুক্তভোগী হামলাকারীদের হাত থেকে বাঁচানোর জন্য চিৎকার করলেও, কেউ তাতে সাড়া দেয়নি। পথচলতি মানুষের অনেককেই দৃশ্যটি দাঁড়িয়ে উপভোগ করতে দেখা যায়। এরপরেই অভিযুক্তরা সেই স্থান থেকে চলে যায়।

Advertisement

Advertisement