পেরু, ১ মার্চ– পেরুরু এই ঘটনায় চমকে উঠেছেন সকলেই। ৩০ বছর ধরে নাকি এক মমি ‘প্রেমিকা’-র সঙ্গে রয়েছেন যুবক। পুলিশ গ্রেপ্তার করেছে জুলিও সিজার বার্মেজো নামের ওই যুবককে । তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি মমি! যার বয়স ৬০০ থেকে ৮০০ বছরের মধ্যে। তাঁর দাবি, ওই মমি তাঁর ‘আধ্যাত্মিক প্রেমিকা’। তাই সেটির সঙ্গেই রীতিমতো ‘ঘর-সংসার’ করে বেড়াচ্ছিলেন তিনি।
জুলিও সিজার বার্মেজোর দাবি, তাঁর বাবা ৩০ বছর আগে মমিটি নিয়ে এসেছিলেন বাড়িতে। বার্মেজো একসময় লোকের বাড়িতে খাবার ডেলিভারির কাজ করতেন। সেই রকমই এক খাবার সরবরাহের আইসোথার্মাল ব্যাগের মধ্যেই তাঁর ‘বান্ধবী’ মমিকে নিয়ে ঘরে বেড়াতেন তিনি।
এবিষয়ে বলতে গিয়ে বার্মেজো জানাচ্ছেন, ‘জুয়ানিতা’ (এই নামেই ওই মমিকে ডাকেন তিনি) তাঁর প্রেমিকা। তাঁর কথায়, ”বাড়িতে ও সব সময় আমার ঘরেই থাকে। আমার সঙ্গেই ঘুমোয়ও।” সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এই ভালবাসার ‘কাহানি মে টুইস্ট’ও রয়েছে। এক বিশেষজ্ঞ জানাচ্ছেন, ”ওটা জুয়ানিতা নয়, জুয়ান।” তাঁর দাবি, ওটা কোনও মহিলার মমি নয়। ৪৫ বছরের এক মধ্যবয়সি ব্যক্তির সংরক্ষিত মৃতদেহ!
Advertisement
Advertisement
Advertisement



